শিলিগুড়ি, ২ জুনঃ শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় অবশেষে গ্রেফতার হল মূল অভিযুক্ত প্রদীপ রায়।ঘটনার প্রায় ১২ দিন পর শনিবার সন্ধ্যে নাগাদ জংশন থেকে প্রদীপ রায়কে গ্রেফতার করে এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ।
ঘটনার পর থেকেই পলাতক ছিল প্রদীপ রায়।গতকাল গোপন সূত্রে এসওজি’র কাছে খবর আসে যে রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায় শহর থেকে বাইরে যাওয়ার চেষ্টায় রয়েছে।এরপরই শহর থেকে বাইরে যাওয়ার সমস্ত রাস্তা যেমন বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়।গতকাল সন্ধ্যে নাগাদ শিলিগুড়ির জংশনে পৌছতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, গত ১৯ মে জমি মাফিয়া প্রদীপ রায় সহ আরও প্রায় ৩০-৪০ জন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মিশনের জমি দখলের চেষ্টা করে।সেখানে থাকা নিরাপত্তারক্ষী ও বসবাসকারীদের জায়গা ছাড়তে ও প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।এছাড়াও সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয় এবং সকলের মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতিরা।ঘটনার পর রামকৃষ্ণ মিশনের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় শহরে।
৪ দিন পর ঘটনায় জড়িত কেজিএফ গ্যাং এর ৫ সদস্যকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।পরবর্তীতে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গত শুক্রবার রাতে খোলাচাঁদ ফাপড়ি এলাকা থেকে কেজিএফ গ্যাং এর মাস্টারমাইন্ড অলোক দাসকে গ্রেফতার করে এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ।এরপর গতকাল সন্ধ্যে নাগাদ মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতার করা হয়।
রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে।এই মামলায় আরও বেশকিছু তথ্য সামনে আসতে পারে বলে অনুমান পুলিশের।