শিলিগুড়ি, ২২ মেঃ শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা এবং নিরাপত্তাকর্মীদের মারধরের অভিযোগ।ঘটনায় তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।আজ বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি ইস্ট দীপক সরকার।
যদিও মূল অভিযুক্ত প্রদীপ রায়ের খোঁজ পায়নি পুলিশ।তার খোঁজে তল্লাশি চলছে।ঘটনার পর প্রদীপ রায়ও পাল্টা রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে এক সন্ন্যাসী সহ বেশকয়েকজনের বিরুদ্ধে জামিন অযোগ্যধারায় মামলা দায়ের করে পুলিশ।সেই মামলাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিসিপি।
ডিসিপি জানান, এই জমিটি রামকৃষ্ণ মিশনকেই দান করা হয়েছিল।প্রদীপ রায় দাবী করেছিলেন উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক তিনি।যদিও বিষয়টি খতিয়ে দেখার পর ভূমি রাজস্বদপ্তর থেকে পুলিশ জানতে পারে কোনভাবেই এই জমির মালিকানা প্রদীপ রায়ের নামে নেই।তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ভক্তিনগর থানার পুলিশ।