শিলিগুড়ি, ১ মার্চঃ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মতিথি উপলক্ষে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হল।এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।
রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে একাধিক কর্মসূচীর আয়োজন করা হয়।এদিন শোভাযাত্রার রামকৃষ্ণ মিশনের সদস্যদের পাশাপাশি একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
এই বিষয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজ বিশ্বধরানন্দ জানান, শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রা সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।সমাজের সকলস্তরের মানুষ আজ শোভাযাত্রায় অংশ নেন।