শিলিগুড়ি, ২ আগস্টঃ মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। সেই ঘটনা সামনে আসতেই সাহুডাঙ্গির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সন্ন্যাসীদের সঙ্গে আলোচনায় বসলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
শুক্রবার দুপুরে পুরনিগমের সন্ন্যাসীদের সঙ্গে আলোচনায় বসেন।সেখানেই আশ্রমের সম্পাদক স্বামী বিনয়ানন্দ জমির ব্যাপারে সমস্ত তথ্য জানান মেয়রকে।মাটিগাড়ায় থাকা ৯.৯০ একর জমির পুরোটাই দখল হয়ে গিয়েছে।এমনকি সেই জমি কয়েকজন নিজের নামে মিউটেশনও করিয়ে নিয়েছে।
কিছুদিন আগে দার্জিলিং জেলাশাসক, মেয়র, পুলিশ কমিশনার সহ বিভিন্ন জায়গায় বিষয়টি জানায় আশ্রম কর্তৃপক্ষ।বৃহস্পতিবার চিঠি পেয়ে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন মেয়র।
পুরো বিষয়টি যেখানে জানানোর সেখানে জানাবেন বলেই জানিয়েছেন মেয়র গৌতম দেব। অন্যদিকে এদিনের আলোচনায় মেয়রের আশ্বাস পেয়ে খুশি আশ্রম কর্তৃপক্ষ।