শিলিগুড়ি, ৯ জুনঃ শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।ধৃত ব্যক্তির নাম সুশান্ত দাস(৫২)।শিলিগুড়ির মিলনমোড় এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, শনিবার রাতে গান্ধী ময়দান এলাকা থেকে গ্রেফতার করা হয় ব্যক্তিকে।ধৃত ব্যক্তি কুখ্যাত জমি মাফিয়া।অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ মে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মিশনের জমি দখলের চেষ্টা করে জমি মাফিয়ারা।সেখানে থাকা নিরাপত্তারক্ষী ও বসবাসকারীদের জায়গা ছাড়তে ও প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।ঘটনার পর রামকৃষ্ণ মিশনের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।৪ দিন পর ঘটনায় জড়িত কেজিএফ গ্যাং এর ৫ সদস্যকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।পরবর্তীতে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।এরপর গ্রেফতার হয় কেজিএফ গ্যাং এর মাস্টারমাইন্ড অলোক দাস।এরপর গত ১ জুন সন্ধ্যে নাগাদ গ্রেফতার হয় মূল অভিযুক্ত প্রদীপ রায়।
এই মামলায় গতকাল রাতে জমি মাফিয়া সুশান্ত দাসকে গ্রেফতার করেছে পুলিশ।এই নিয়ে মোট ১১ জন গ্রেফতার হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।