শিলিগুড়ি, ২৮ জুলাইঃ অযোধ্যার রাম মন্দির নির্মানের জন্য শিলিগুড়ি থেকে পাঠানো হল মাটি ও জল। জানা গিয়েছে, আজ বিশ্ব হিন্দু পরিষদের শিলিগুড়ি শাখার তরফে দুজন সন্ন্যাসী সেই সমস্ত সামগ্রী নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
প্রসঙ্গত, শিলিগুড়ির মহানন্দা ও তিস্তা নদীর জল এবং গুলমা শিব মন্দির, জংলীবাবা মন্দির, প্রনামী মন্দিরের মাটি সংগ্রহ করে পূজা করার পর সেই সমস্ত উপকরণ অযোধ্যায় পাঠানো হল।
বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক লক্ষ্মণ বনশল বলেন, আগামী ৫ অগাস্ট প্রধানমন্ত্রী রাম মন্দিরের ভুমি পূজা করবেন।
রাম মন্দির নির্মানে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমের ধর্মীয় স্থান, মহাপুরুষের জন্মভূমি, নদী, মন্দিরের মাটি সংগ্রহ করে পাঠানো হল। আগামী ৫ অগাস্ট সমস্ত দেশবাসীকে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে এবং পূজা-অর্চনা করার আবেদন জানিয়েছেন তিনি।