রামনবমীতে সম্প্রীতির ছবি শিলিগুড়িতে, শোভাযাত্রায় হিন্দু দাদা-বোনদের জল দিলেন মুসলিম যুবকেরা

শিলিগুড়ি,৩০ মার্চঃ রামনবমীতে সম্প্রীতির নজির শিলিগুড়িতে।রামনবমীর মিছিলে হিন্দু ভাই-বোনেদের হাতে জল তুলে দিলেন এলাকার মুসলিম যুবকেরা।প্রতিবছরই রাম নবমী উপলক্ষ্যে শিলিগুড়িতে বিশাল শোভাযাত্রা হয়।এবছরও কয়েক লক্ষ মানুষের শোভাযাত্রা হয়েছে শহরজুড়ে।কয়েক কিলোমিটার ধরে হেঁটে আসা রামনবমীর শোভাযাত্রায় থাকা হিন্দু ভাই-দাদা-বোনেদের জন্য জল হাতে এগিয়ে এলেন মুসলিম যুবকেরা।


বৃহস্পতিবার শিলিগুড়ির হাসমিচকে এমনই এক সম্প্রীতির ছবি দেখা গেল।যেখানে স্থানীয় বাসিন্দা কিছু মুসলিম যুবক জল ও ফ্রুট জুস তুলে দেন রামনবমীর শোভাযাত্রায় আসা মানুষজনের হাতে।এদিন শাহেনাজ হুসেন, মহম্মদ সোহেল,মহম্মদ সাদ্দাম,বৈরাজ হুসেন,মহম্মদ চাঁদ ও মহম্মদ ফিয়াজ আহমেদ সহ আরও বেশকয়েকজন মুসলিম যুবক প্রায় ৫ হাজার জলের বোতল ও ফ্রুট জুস তুলে দেন শোভাযাত্রায় অংশগ্রহণকারী মানুষদের হাতে।জল, ফ্রুট জুস পেয়ে খুশি হন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরাও।আবার অনেকেই সেই মুসলিম যুবকদের সঙ্গে সেলফিও তোলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *