শিলিগুড়ি,৩০ মার্চঃ রামনবমী উপলক্ষ্যে আপার বাগডোগরা সেবা সংঘের তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন।
বৃহস্পতিবার আপার বাগডোগরা সেবা সংঘের পরিচালনায় ও সঙ্কট মোচন হনুমান মন্দিরের সহযোগিতায় আপার বাগডোগরা পানিঘাটা মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রাটি পানিঘাটা মোড় থেকে শুরু হয়ে বাগডোগরা বিহার মোড় স্টেশন মোড় হয়ে ফের পানিঘাটা মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন কয়েক হাজার মানুষ।
অন্যদিকে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে জল ও শরবত তুলে দেন বাগডোগরা ভুজিয়াপানির যুবকেরা।