ফুলবাড়ি, ২০ মার্চঃ আগামী ৩০ মার্চ রামনবমী।এই উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ফুলবাড়িতে।এই উপলক্ষে প্রায় ১০ দিন আগে থেকেই রাস্তায় নেমে পড়লেন রামনবমী মহোৎসব সমিতির সদস্যরা।
সোমবার সকাল থেকেই ফুলবাড়ির বিভিন্ন যায়গায় গেরুয়া পতাকা ও ফ্লেক্স লাগাতে দেখা রামনবমী মহোৎসব সমিতির সদস্যদের।
এই বিষয় সংগঠনের সদস্যরা জানান, রামনবমী উপলক্ষে অন্যান্য বছরের মত এবছরও ফুলবাড়ি থেকে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই শোভাযাত্রা ফুলবাড়ি বটতলা থেকে শুরু হয়ে শিলিগুড়িতে গিয়ে মিলিত হবে।
এদিন ফুলবাড়ি সীমান্ত থেকে শুরু করে শিলিগুড়ি তিনবাত্তি মোড় পর্যন্ত গেরুয়া পতাকা দিয়ে সাজিয়ে তোলার কাজ করছেন সংগঠনের সদস্যরা। এই শোভাযাত্রার বিশেষ আকর্ষনের পাশাপাশি থাকছে ২০ ফুট লম্বা রাম মূর্তি।এবছর ফুলবাড়ি থেকে প্রায় ২০ হাজার ভক্ত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে বলে আশাবাদী সংগঠনের সদস্যরা।