ঠাকুর রামচন্দ্রদেবের ১৬০ তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন

শিলিগুড়ি,২ ফেব্রুয়ারিঃ ঠাকুর রামচন্দ্রদেবের ১৬০ তম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে ২রা ফেব্রুয়ারি থেকে সাতদিনব্যাপী বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে গেটবাজার রামঠাকুর মন্দির কমিটি।
সেই উপলক্ষে অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ রবিবার মন্দির প্রাঙ্গনে প্রায় শতাধিক দুস্থ মানুষের মধ্য বস্ত্র বিতরন করা হয়। পাশাপাশি ৫০ জন দুস্থ ও মেধাবি ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibomOnwin