শিলিগুড়ি, ১৮ জুনঃ শিলিগুড়ির রাঙাপানিতে দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল।
দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা হয়ে গিয়েছে।মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এখনও অবধি ১১ জনের মৃত্যু হয়েছে।উদ্ধার কাজ শেষের পরেই ট্রেন পরিষেবা যাতে স্বাভাবিক করা যায় সেই কাজ শুরু করা হয়েছে।দুর্ঘটনাস্থলে ওভারহেড তার ঠিক করার পাশাপাশি সেখানে নতুন করে ট্রেন লাইন পেতেও পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে।
এদিকে ঘটনার পর থেকে ঘটনাস্থলে রয়েছেন রেলের আধিকারিকেরা।মঙ্গলবার সকালেও ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা।পরিষেবা স্বাভাবিক করার কাজ খতিয়ে দেখেন।আজকের মধ্যেই যাতে মেইনলাইন হয়ে ট্রেন চালানো যায় সেই চেষ্টা চালানো হচ্ছে।