বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল ‘রঙ্গিত রাইস’( MJ Grain Products Pvt. Ltd.) ।কোম্পানির তরফে সিদ্ধান্ত নেওয়া হয় সম্পূর্ণভাবে জীবাণুমুক্তকরণ করার পরই রঙ্গিত রাইসের প্যাকেট তুলে দেওয়া হবে ক্রেতাদের হাতে।শহরের বিভিন্ন এলাকায় যে দোকান রয়েছে সেইসব দোকানে এই পরিষেবা চালু করা হবে।যার নাম রাখা হবে ‘আরোগ্য রাইস শপ’।বিনামূল্যে প্রতিদিন ওই দোকানগুলো জীবাণুমুক্ত করার সিদ্ধান্ত নেয় ‘রঙ্গিত রাইস’ কর্তৃপক্ষ।
সেইমতো চম্পাসারি এলাকার সাতটি দোকানে এই কর্মসূচি শুরু হয়।শুক্রবার চম্পাসারির মেগা বাস্কেটে গিয়ে দোকান মালিক ও কর্মচারীদের সচেতন করা হয় কোম্পানির তরফে।পাশাপাশি দোকান মালিক সহ কর্মচারীদের হাতে মাস্ক,হ্যান্ড গ্লাভস ও স্যানিটাইজার,ক্যাশ ট্রানজাকশন ট্রে তুলে দেওয়া হয়।জীবাণুমুক্ত করা হয় গোটা দোকান।ক্রেতাদের হাতে রঙ্গিত রাইসের প্যাকেট তুলে দেওয়ার আগে তা যেন পুরোপুরিভাবে জীবাণুমুক্ত করা হয় সে বিষয়েও বলা হয়।এছাড়াও দোকান মালিক এবং কর্মীরা ‘আরোগ্য সেতু’ অ্যাপের সঙ্গে সংযুক্ত রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হয় এবং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে দোকানের কর্মচারীদের সতর্ক করা হয়।
কোম্পানির তরফে ভোলা হাজরা এবং অরবিন্দ কুমার বলেন,যেকোনও চালের দোকানদার এই বিষয়ে আগ্রহী থাকলে ৮১০১২৪৩৮৮৫ এই নম্বরে ফোন অথবা হোয়াটস অ্যাপ করে টিম রঙ্গিত এর সাথে যোগাযোগ করতে পারবেন।