রাজগঞ্জ, ২০ জুলাইঃ করোনা আবহেই রঙিন মাছের চাষ করে লাভের মুখ দেখছেন গজলডোবার মাছ চাষিরা।রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন মিলনপল্লী গ্রামের কয়েকজন রঙিন মাছের চাষ করেন।গত বছর করোনা আবহে একটু সমস্যা হলেও এইবছর পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় ভালো লাভের আশায় রয়েছেন রঙিন মাছ চাষিরা।
এ বিষয়ে মিঠুন মালো নামে এক মৎস্যচাষী জানান, দক্ষিণ ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে গোল্ডফিশ,কই কাপ, শুয়াং কিং, টাইগার শার্ক সহ বিভিন্ন ধরনের রঙিন মাছের চাষ করছি।বাজারে ভালো চাহিদা রয়েছে।শিলিগুড়ি শহরের পাশাপাশি মালবাজার ও জলপাইগুড়িতে এই মাছ বিক্রি হয়।গতবছর করোনার জন্য একটু অসুবিধা হলেও এবছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ভালো দামে রয়েছে বলে তিনি জানান।তিনি প্রায় এক বিঘা জমিতে এই রঙিন মাছ চাষ করেছেন।সেখানে প্রায় ৪০ হাজার টাকার মতো খরচ হচ্ছে।সেই মাছ প্রায় ১ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি।তার মতো আরও কয়েকজন এই রঙিন মাছের চাষ করেছেন।