ফাঁসিদেওয়া-খড়িবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রচারে বিজেপি প্রার্থী দূর্গা মুর্মু

খড়িবাড়ি, ২২ মার্চঃ রানীগঞ্জ-বিন্নাবাড়ি মন্ডলের বিভিন্ন এলাকায় প্রচার করলেন ফাঁসিদেওয়া-খড়িবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দূর্গা মুর্ম।এদিন দূর্গা মুর্মু এলাকায় পৌঁছতেই তাকে শুভকামনা জানান রানীগঞ্জ-বিন্নাবাড়ি মন্ডলের কার্যকর্তারা।এরপর কার্যকর্তাদের সঙ্গে নিয়ে প্রচার সারেন তিনি।


দূর্গা মুর্মু বলেন, ‘এলাকার মানুষদের সমর্থন পাচ্ছেন।এবারে রাজ্যে পরিবর্তন হবেই।বিপুল ভোটে বিজেপি জয়ী হবে’।  

   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *