বাতাসীতে রানীগঞ্জ-বিন্নাবাড়ি মহিলা মোর্চার তরফে বিক্ষোভ মিছিল

খড়িবাড়ি, ১৭ আগস্টঃ রাজ্য জুড়ে মহিলাদের নির্যাতন, ধর্ষণ ও বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিককে হেনস্থার প্রতিবাদে বাতাসীতে বিক্ষোভ মিছিল করল রানীগঞ্জ-বিন্নাবাড়ি মহিলা মোর্চা।বিক্ষোভের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর কুশ পুতুল দাহ করা হয়।


রানীগঞ্জ-বিন্নাবাড়ি মহিলা মোর্চার সভাপতি মনীষা সরকার বলেন, রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়।মহিলাদের নির্যাতন, ধর্ষণ ও বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বাতাসি পার্টি কার্যালয় থেকে এদিন বিক্ষোভ মিছিল বের করা হয়।

এদিনের কর্মসূচিতে রানীগঞ্জ-বিন্নাবাড়ি বিজেপির সভাপতি ভোলানাথ সিন্ধ্রা, যুব মোর্চার সভাপতি তাপস মাঝি, মিলন সরকার, খড়িবাড়ি-বুড়াগঞ্জ মন্ডল বিজেপির সভাপতি কল্যাণ কুমার প্রসাদ, যুব মোর্চার সভাপতি তরুণ কুমার সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।  


 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *