খড়িবাড়ি, ৩ এপ্রিলঃ রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দূর্গা মুর্মু।
এদিন প্রথমে রানীগঞ্জে একটি মন্দিরে পুজো দেন দূর্গা মুর্মু।এরপরই ভোট প্রচারে বের হন তিনি।প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধান করার আশ্বাসও দেন তিনি।
এদিন দূর্গা মুর্মু বলেন, ‘পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য সহ বিভিন্ন সমস্যা রয়েছে।কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলি বন্ধ করে জনগণকে বঞ্চিত করছে রাজ্য সরকার।বিজেপি উন্নয়নের কথা বলে।আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গড়বে’।