শিলিগুড়ি, ১৬ মার্চঃ হোলির দিনে শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর হামলার অভিযোগ।ঘটনার পর আজ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ডেপুটি মেয়র।
জানা গিয়েছে, শনিবার বিকেল নাগাদ ডেপুটি মেয়র রঞ্জন সরকার প্রধাননগর এলাকায় একটি নার্সিংহোমে যাচ্ছিলেন।সেইসময় হিলকার্ট রোডে কয়েকজন যুবক ডেপুটি মেয়রের গাড়ি আটকে তার উপর হামলা চালায় এবং প্রাণে মারার হুমকিও দেয় বলে অভিযোগ।
ঘটনার পর মৌখিকভাবে গতকাল পুলিশকে বিষয়টি জানান তিনি।এরপর আজ শিলিগুড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন রঞ্জন সরকার।কি কারণে এবং কারা হামলা করলো তা খতিয়ে দেখছে পুলিশ।দ্রুত দুষ্কৃতীদের ধরা হবে বলে জানিয়েছে পুলিশ।