শিলিগুড়ি, ৩ মার্চঃ নাগরিক সভায় নাগরিকদের কিছু বলতে দেওয়া হয়নি।এমনকি পুরনিগমের এই সভায় তৃণমূল কাউন্সিলরদের ডাকা হয়নি এমনটাই অভিযোগ করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার।
মঙ্গলবার দার্জিলিং জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বাম পরিচালিত পুরবোর্ডের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন তিনি।
রঞ্জন সরকার অভিযোগ করে বলেন, এটা একটা রাজনৈতিক সভা ছিল।মানুষকে অসত্য কথা বলে সেখানে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল।সিপিএম কংগ্রেস বিজেপি জোট করে লড়াই করতে চাইছে ও বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে।এর তীব্র প্রতিবাদ জানান তিনি।
তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা শিলিগুড়ি পুরনিগমকে দিয়েছেন।অথচ কেন শহর ও পার্শ্ববর্তী এলাকার মানুষ পরিষেবা পেল না তার দায় অশোকবাবুকে নিতে হবে বলে জানান তিনি। এদিকে আরএসএস পুরভোট টানতে বিভিন্ন জায়গায় টাকা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।