শিলিগুড়ি, ১ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর বোর্ডে অনৈতিকভাবে দলীয় কর্মী নিয়োগের অভিযোগ তুলে সরব হলেন বিদায়ী বিরোধী দলনেতা রঞ্জন সরকার।
রঞ্জন সরকার জানান, বর্তমান পরিস্থিতিতে যে সকল কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলছে, তাদের সম্মানে বেতন বৃদ্ধি না করে অনৈতিকভাবে ২০ জন দলীয় কর্মী নিয়োগ করেছে বর্তমান প্রশাসক মন্ডলী।
তিনি আরও জানান, প্রশাসক মন্ডলীর এহেন অনৈতিক কাজ তারা মেনে নেবেন না।বিষয়টি নিয়ে লিখিতভাবে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানাবেন তারা।
এদিকে পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।