শিলিগুড়ি,২৮ মেঃ কোভিড-১৯ এর পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুলছে রাজু বিস্ত, তবে গুজরাতের এই অবস্থা কেন? পাল্টা প্রশ্ন রঞ্জন সরকারের। অযাচিতভাবে বিভ্রান্ত সৃষ্টি করবেন না, রাজু বিস্ত এর উদ্দেশ্যে এমনটাও বললেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি।
এদিন রঞ্জন বাবু বলেন, ‘রাজ্য সরকার কি কাজ করছে তা সাধারণ মানুষ নিজেরাই দেখছেন।পশ্চিমবঙ্গে ডাক্তার, পুলিশ, নার্স সকলেই যেভাবে কাজ করছেন সেই বিষয়ে না জেনে এই পরিযায়ী সাংসদের কোনো মন্তব্য করা উচিত নয়।চার দফার লকডাউন, প্রাকৃতিক বিপর্যয়ে কখনই তাকে খুজে পাওয়া যায়নি।জনপ্রতিনিধিদের মনে এত ভয় থাকা উচিত নয়’।
অন্যদিকে আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজু বিস্ত সাংবাদিকদের বলেছিলেন যে বিজেপির অন্যান্য যারা সাংসদ রয়েছেন তাদের বাইরে বেরিয়ে কাজ করতে দেওয়া হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে রঞ্জন সরকার বলেন, ‘তারা যত ঘরের ভেতরে থাকবেন বাংলা তথা ভারতবর্ষের মানুষ তত ভালো থাকবেন’।