শিলিগুড়ি,১৩ ফেব্রুয়ারিঃ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করল সিপিআইএম এর দার্জিলিং জেলা কমিটি।বৃহস্পতিবার সন্ধ্যায় অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
এদিন গ্যাস সিলিন্ডারে মালা পরিয়ে তা বাঁশে বেঁধে মিছিলে পা মেলান সংগঠনের নেতা কর্মীরা।মিছিলে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য,জীবেশ সরকার সহ অন্যান্যরা।
মেয়র অশোক ভট্টাচার্য বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি রান্নার গ্যাস,পেট্রোল,ডিজেলের মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে।বর্তমানে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৫০ টাকা।আমাদের দাবি শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফে সেই মূল্য কম করা হোক।তারই পরিপ্রেক্ষিতে এই মিছিল করা হয়েছে।আগামীতে রান্নার গ্যাসের দাম না কমলে সংগঠনের তরফে বৃহত্তর আন্দোলনে নামা হবে।