রাজগঞ্জ, ৩ নভেম্বরঃ রাজগঞ্জ ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জনবহুল এলাকায় করা হবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শিবির।মঙ্গলবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের সভাকক্ষে কোভিড-১৯ টাস্কফোর্স কমিটির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত রাজগঞ্জ ব্লকে ৫৩ টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শিবির করে ৮২০০ জনের লালারস পরীক্ষা করে ১৯১ জনের কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে।কিন্তু এখন শিবিরে এসে লালারস পরীক্ষা করতে মানুষের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।এই কারণে মানুষকে সচেতন করতে প্রচার চালানোর জন্য এদিন বৈঠক করা হয়।
বৈঠক শেষে সভাধিপতি উত্তরা বর্মন বলেন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শিবিরে কেউ আসতে চাইছে না।তাই কোভিড-১৯ টাস্কফোর্স কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধানরা উদ্যোগ নিয়ে গোটা এলাকায় সচেতনতামূলক প্রচার চালিয়ে মানুষকে শিবিরমুখো করতে হবে।
এদিনের বৈঠকে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, বিডিও এন সি শেরপা, বিএমওএইচ শুভদীপ সরকার, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।