কোচবিহার, ১৬ ডিসেম্বরঃ কোচবিহারের বক্সিরহাটে রসিক বিল মিনি জু’তে আনা হল তিনটি চিতাবাঘ।খুশির হাওয়া রসিক বিলে।
শুক্রবার রাতে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কের প্রাপ্তবয়স্ক পুরুষ চিতাবাঘ সোহেলকে নিয়ে আসা হয় রসিকবিল মিনি-জুতে। কয়েকবছর ধরে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে ছিল সোহেল।সেখানে তাঁর সঙ্গী ছিল হর্ষিনী।তাদের রয়েছে দুই সন্তান সুলতান, শাহজাদ।সেই ঠিকানা ছেড়ে সোহেল ও তার দুই সন্তান সুলতান, শাহজাদের ঠিকানা হল রসিকবিলে।এখানে রিমঝিম, গরিমার সঙ্গে থাকবে তারা।৩টি চিতাবাঘের আগমনে এদিন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বনবিভাগ।গতকাল রাতে তিনটি চিতাবাঘের সঙ্গে ঝাড়গ্রাম চিড়িয়াখানার রেঞ্জ অফিসার অতুলপ্রসাদ দে, এক প্রাণী চিকিৎসক সহ মোট পাঁচজন রসিক বিলে এসে পৌঁছায়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের রসিকবিল মিনি জু’তে বর্তমানে দুটি মাদী চিতাবাঘ রয়েছে।রিমঝিম এবং গরিমা।দীর্ঘদিন পুরুষ সঙ্গী না থাকায় প্রাপ্তবয়স্ক ওই মাদি চিতাবাঘেরা প্রজনন মরসুমে কিছুটা মনমরা হয়ে থাকতো।সোহেল আসায় সেই আক্ষেপ ঘুচবে বলেই মনে করছেন বন কর্তারা।