রাসমেলা উপলক্ষে সাতদিন ব্যাপী উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসব শুরু গজলডোবায়

রাজগঞ্জ, ১৭ নভেম্বরঃ রাসমেলা উপলক্ষে সাতদিন ব্যাপী উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসব শুরু হল গজলডোবার টাকিমারিতে।বাউল উৎসবে ভিনরাজ্য ও বাংলাদেশ থেকে শিল্পীরা এসেছেন। শনিবার রাতে বাউল উৎসবের উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।


রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের গজলডোবা সংলগ্ন টাকিমারির রাস উৎসব এবছর ২৬ তম বর্ষে পদার্পণ করলো।প্রতিবারের ন্যায় এবছরও উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসব শুরু হয়েছে।১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়।৭ দিন ব্যাপী চলবে রাসমেলা ও বাউল উৎসব।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও অসম ও বাংলাদেশের শিল্পীরা এসেছেন।শুধু রাজগঞ্জ ব্লক নয়, জেলার বাইরে থেকেও প্রচুর মানুষ বাউল গান শুনতে আসেন।

বাউল উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বিধায়ক খগেশ্বর রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রাজগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *