শিলিগুড়ি, ৮ আগস্টঃ বাগরাকোটে রাস্তা বন্ধ করতে গিয়ে ফের বাঁধার মুখে পড়তে হল রেলকে। রাস্তা বন্ধ করার কাজ শুরু হলেও শেষে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যায় রেল।
দীর্ঘদিন ধরেই বাগরাকোট দিয়ে গাড়ি, বাইক নিয়ে যাতায়ত বন্ধ করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার সকালে আরপিএফ বাহিনীর উপস্থিতিতে রেল কর্মীরা সেখানে রাস্তা বন্ধ করার কাজ শুরু করে।এরপরই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে।
তাঁদের দাবি, মাঝেমধ্যেই অ্যাম্বুলেন্স যাতায়াত করতে দেয়। রাস্তা বন্ধ করলে সমস্যায় পড়তে হবে। আরপিএফ কর্মীদের সামনেই বিক্ষোভ দেখানো শুরু করে বাসিন্দারা।পরে কাজ বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন আগেও বাগরাকোটে রাস্তা বন্ধ করতে গিয়ে বাঁধার মুখে পড়ে ফিরে যায় রেল কর্মীরা।