শিলিগুড়ি, ৩১ জানুয়ারি: নিজের জমি বিক্রি করতে না পেরে টক টু মেয়রে অভিযোগ করেছিলেন মহিলা। অভিযোগ পেয়ে মঙ্গলবার ২৫ নম্বর ওয়ার্ডে মিলনপল্লীতে গেলেন মেয়র গৌতম দেব।
শনিবার টক টু মেয়রে ফোন করে মিলনপল্লীর এক বাসিন্দা অভিযোগ করেছিলেন যে তিনি ৬ ফুট রাস্তা ছেড়ে ৩ কাঠা জমি বিক্রি করছেন। বায়না হয়ে গিয়েছে। কিন্তু কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা আরও দুই ফুট, অর্থাৎ ৮ ফুট রাস্তা ছাড়ার জন্য চাপ দিচ্ছেন।
এরপরই মঙ্গলবার এলাকায় যান মেয়র। কথা বলেন অভিযোগকারীর সঙ্গে। যারা জমি কিনছেন তাঁদের মেয়র বলেছেন দুই ফুটের বদলে দেড় ফুট রাস্তা ছাড়তে।
শুভাশিস ঘোষ বলেন, আমার স্ত্রী সোমা ঘোষ ফোন করেছিলেন মেয়রকে। এরপর কাউন্সিলর এক সংবাদপত্রে বক্তব্য দেন, আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন। কীভাবে তিনি একজনকে মানসিক ভারসাম্যহীন বলেন?
এদিন মেয়রের সঙ্গে কাউন্সিলর জয়ন্ত সাহা সেখানে গেলে তাঁকে ঘিরে ক্ষোভপ্রকাশ করেন অভিযোগকারীরা। পরে মেয়র পরিস্থিতি সামাল দেন।