ফুলবাড়ি, ৩ আগস্টঃ ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভালোবাসা মোড় থেকে ভোলামোড় যাওয়ার পথে জামুরিভিটা এলাকার প্রায় ৩০০ মিটার রাস্তার বেহাল দশা।খানাখন্দে ভরা এই রাস্তার মাঝে গর্তে জল জমে তৈরী হয়েছে অস্থায়ী পুকুর।যাতায়াতের সমস্যায় পড়ছেন স্থানীয় থেকে শুরু করে পথ চলতি মানুষেরা।রাস্তা বেহাল থাকায় প্রতিনিয়ত ঘটছে ছোটো-বড় দুর্ঘটনা।
জানা গিয়েছে, বেহাল রাস্তা সংস্কারের দাবীতে কয়েকমাস আগে পথ অবরোধেও সামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।বিষয়টি এলাকার জনপ্রতিনিধি প্রধান, পঞ্চায়েতকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ বাসিন্দাদের।
এই বিষয়ে বাসিন্দারা জানান, এই রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।রাস্তায় মাঝে বড় বড় গর্তে ভরে গিয়েছে।সেই গর্তে জল জমে পুকুরে পরিণত হয়েছে।এই রাস্তা দিয়ে ছোট, বড় অনেক গাড়ি চলাচল করে।তাদের যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে।প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যেতেও নানা সমস্যায় পড়তে হচ্ছে।রাস্তা সংস্কারের দাবী নিয়ে আগে পথ অবরোধও করেছিলাম আমরা আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। আমরা চাই এই রাস্তা দ্রুত সংস্কার করা হোক।
অন্যদিকে এই বিষয়ে এলাকায় পঞ্চায়েত সদস্য দয়াল রায় বলেন, রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।বহু মানুষের অসুবিধা হচ্ছে।আমি নিজের উদ্যোগে কয়েক গাড়ি মাটি ফেলেছিলাম। রাস্তাটি সংস্কারের জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি।