শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোড যেন ডাম্পিং গ্রাউন্ড।রাস্তার মধ্যেই জমে রয়েছে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে নাজেহাল স্থানীয় বাসিন্দারা।ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মানুষ।
এলাকাবাসিরা জানান, প্রায়সময়ই কয়েকদিন ধরে রাস্তায় নোংরা আবর্জনা পড়ে থাকে।এরফলে দুর্গন্ধ ছড়ায়।রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হয় মানুষকে।শহরের এই অবস্থা থাকা সত্বেও পুরনিগমের কোনো হেলদোল নেই বলে অভিযোগ করেন স্থানীয়রা।এই অবস্থা চলতে থাকলে আগামীতে বিক্ষোভ প্রদর্শনের পথে হাঁটবেন বলে জানান তারা।
এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার বলেন, বিশ্বকর্মা পুজোর ছুটির কারণে আবর্জনা জমা হয়ে পড়ে আছে।শীঘ্রই পরিষ্কার করা হবে।