রাজগঞ্জ, ২৯ সেপ্টেম্বরঃ খানাখন্দে ভরা রাস্তা, কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার মাঝে গর্তে জল জমে তৈরী হয়েছে অস্থায়ী পুকুর।যাতায়াতের সমস্যায় পড়েছেন পথচলতি গাড়িচালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
রাজগঞ্জের আমবাড়ি-হাতিমোড় রাজ্য সড়কের আমবাড়ি বটতলা সংলগ্ন এলাকার কয়েকশো মিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে।ফলে যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে।পাশাপাশি প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
এই বিষয়ে টোটো চালক ও স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় ছয় মাস ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত।সেই গর্তে জল জমে পুকুরে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে ছোট, বড় অনেক গাড়ি চলাচল করে।যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে।প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যেতেও নানা সমস্যায় পড়তে হচ্ছে।বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও প্রধানকে জানানো হয়েছে।আমরা চাই এই রাস্তা দ্রুত সংস্কার করা হোক।
এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ ফোনে জানান, প্রথম পর্যায়ে সাহুডাঙ্গি থেকে আমবাড়ি পর্যন্ত রাস্তা মেরামত ও রাস্তা প্রশস্তিকরনের কাজ শুরু হয়েছে।খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু করে বাকি রাস্তাটি মেরামত করা হবে বলে জানান তিনি।