রাজগঞ্জ, ১২ নভেম্বরঃ রাজগঞ্জ পোস্ট অফিস মোড় থেকে ভোলাপাড়া হয়ে চাউলহাটি পর্যন্ত প্রায় সাড়ে ৮ কিলোমিটার রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীদের।শনিবার সুভাষপল্লি এলাকায় রাস্তা অবরোধ করা হয়।
জানা গিয়েছে, রাজগঞ্জ পোস্ট অফিস মোড় থেকে ভোলাপাড়া হয়ে চাউলহাটি পর্যন্ত ওই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু প্রায় পাঁচ বছর থেকে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে এরপরও মেরামত করা হচ্ছে না বলে অভিযোগ।এই কারণে এদিন পথ অবরোধ করেন বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজগঞ্জের জয়েন্ট বিডিও ও রাজগঞ্জ থানার পুলিশ।দীর্ঘক্ষণ পথ অবরোধের পর প্রশাসনের তরফে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়।
এদিন বাসিন্দারা জানান, কয়েক বছর থেকে তারা শুনছেন রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে মেরামত করা হবে। কিন্তু আজও হয়নি। ফলে দুর্ঘটনার পাশাপাশি রাস্তার পাথর ছিটকে পথ চলতি মানুষেরা আহত হচ্ছেন।রাস্তার পাশের বাড়িগুলিতে ধুলোয় ঢেকে যাচ্ছে।তাই পথ অবরোধে সামিল হয়েছেন।
এই বিষয়ে সুখানি গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্পা দত্ত বলেন, প্রায় পাঁচ বছর থেকে রাস্তাটি বেহাল হয়ে আছে। মেরামতের জন্য কয়েকবার টেন্ডার হলেও তা বিভিন্ন কারণে বাতিল হয়ে যায়।তবে ভোটের আগে রাস্তাটি মেরামত হয়ে যাবে।