রাজগঞ্জে রাস্তা ও স্নানাঘাট তৈরির শিলান্যাস করলেন বিধায়ক

রাজগঞ্জ, ২৬ নভেম্বরঃ রাস্তা ও স্নানাঘাট তৈরির শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।


রবিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজোত এলাকায় প্রায় ২০০ মিটার রাস্তা ও আমবাড়ির করতোয়া নদীর পারে মা গঙ্গা মন্দিরের পাশে স্থায়ী স্নানাঘাটের শুভ শিলান্যাস করা হয়।বিধায়কের তহবিল থেকে  প্রায় ৭ লক্ষটাকা ব্যায়ে এই কাজ করা হচ্ছে। 

এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন,এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের রাস্তার ও স্নানাঘাটের দাবি ছিল। আজ সেই কাজের শুভ শিলান্যাস করা হল। এতে সাধারণ মানুষ ও পূর্ণ্যার্থীদের অনেক সুবিধা হবে।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুদ্দিন আহমেদ, প্রাক্তন উপপ্রধান তুষার দত্ত, বিজয় দাস,কানাইলাল বিশ্বাস সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom