খড়িবাড়ি, ২৯ অক্টোম্বরঃ রাস্তা পার হচ্ছিল কচ্ছপ।উদ্ধার করে বনদপ্তরের হাতে কচ্ছপটিকে তুলে দিলেন খড়িবাড়ির বাসিন্দা গোবিন্দ পাল।
জানা গিয়েছে, খড়িবাড়ির বিন্নাবাড়ি এলাকায় ধানের জমি থেকে বেরিয়ে রাস্তা পারাপার করছিল কচ্ছপটি।পরে কচ্ছপটিকে উদ্ধার করে খড়িবাড়ি পুলিশকে খবর দেন গোবিন্দ পাল।এরপর পুলিশ গিয়ে ঘোষপুকুর বনদপ্তরকে খবর দেয়।পরে বনদপ্তরের হাতে কচ্ছপটিকে তুলে দেওয়া হয়েছে।

