শিলিগুড়ি,৯ জানুয়ারিঃ রাস্তাজুড়ে অবৈধ পার্কিং এর জেরে জেরবার শহরবাসী। বিধান রোড, সেবক রোড জুড়ে রাস্তায় ধারে অবৈধভাবে দাড় করানো থাকে দুইচাকা চারচাকার গাড়ি। যার ফলে একদিকে যেমন রাস্তায় যানযটের সৃষ্টি হচ্ছে তেমনভাবেই অসুবিধায় পড়ছেন রাস্তার পাশে ব্যাবসায়ীরা।
শিলিগুড়ি জুড়ে এই অবৈধ পার্কিং নতুন নয়, মাঝেমধ্যেই পুলিশের অভিযানও চলে। তবে তারপরেও আবার সেই একই চিত্র ঘুরেফিরে দেখা যায়। ব্যাবসায়ীদের অভিযোগ, দোকানের সামনে গাড়ি রাখতে না করলেও অনেকেই কথা শোনেন না। ফলে কাস্টমারের দোকানে আসার রাস্তাও অনেকসময় বন্ধ হয়ে যায়। এই সমস্যার স্থায়ী একটি সুরাহা চাইছেন তারা।