শিলিগুড়ি,১৪ জুনঃ রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিশুডাঙি এলাকার রাস্তার অবস্থা বেহাল।বর্ষার সময় রাস্তার অবস্থা আরও খারাপ হয়।অবশেষে রাস্তা মেরামতের দাবিতে মঙ্গলবার সকালে শিশুডাঙি থেকে মাটিগাড়াগামী পথ অবরোধ করে বাঁশের ব্যারিকেড লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান,বহুদিন ধরে তারা এই সমস্যায় জর্জরিত।রাস্তা বেহাল হওয়ার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে।বহুবার বিষয়টি প্রশাসনকে বলা হলেও কোনও লাভ হয়নি।তাই অবশেষে আজ পথ অবরোধ করে বিক্ষোভে নেমেছেন তারা।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মাটিগাড়া থানার পুলিশ।যদিও পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা।
