শিলিগুড়ি,২৬ আগস্টঃ এনজেপি স্টেশন সংলগ্ন রাস্তা মেরামতের দাবিতে সরব হল আইএনটিটিইউসি এনজেপি শাখা।
সংগঠনের সদস্যরা জানান, উত্তর-পূর্ব ভারতের সর্ববৃহৎ স্টেশন হিসেবে পরিচিত এনজেপি স্টেশন।আন্ত ও বহিঃ রাজ্য থেকে প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত রয়েছে এখানে।তবে রেল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে স্টেশন সংলগ্ন প্রায় সমস্ত রাস্তাই জরাজীর্ণ।এর ফলে দৃশ্য দূষণ তো বটেই পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনাও লেগেই রয়েছে।এনজেপি যাওয়ার যে ভিআইপি রোড রয়েছে তারও বেহাল দশা।বেহাল দশায় রয়েছে হাসপাতাল সংলগ্ন আন্ডারপাস।বিগত সময় এই সমস্ত বিষয় নিয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি।সেই কারনে আরো একবার এই সমস্যার সমাধান নিয়ে উদ্যোগী হল তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এনজেপি শাখা।বুধবার সংঠনের পক্ষ থেকে এডিআরএম’কে দাবিপত্র দেওয়া হয়।
সংগঠনের সভাপতি প্রসেনজিৎ রায় জানান, তাদের দাবি সহানুভূতির সঙ্গে দেখবার আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ।তবে আগামীতে যদি এর সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে বলে জানান তিনি।