রাস্তা পাকা করার দাবিতে ভোট বয়কটের ডাক রাজগঞ্জের পশ্চিম বালাবাড়ির বাসিন্দাদের

রাজগঞ্জ, ৩ এপ্রিল: বেহাল কাঁচা রাস্তা পাকা করার দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বালাবাড়ির বাসিন্দারা।


নেতারা অনেকবার প্রতিশ্রুতি দিলেও পাকা রাস্তা হয়নি। তাই আর প্রতিশ্রুতি শুনতে রাজি নয়। ক্ষুব্ধ বাসিন্দারা এবার বিধানসভা নির্বাচনে কোনো দলকেই ভোট দেবেন না বলে জানিয়েছেন।শনিবার তারা ভোট বয়কটের পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখান।

এলাকাবাসীরা জানান, সন্ন্যাসীকাটার লালস্কুল বালাবাড়ি থেকে পশ্চিম বালাবাড়ির প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা প্রায় ৪০ বছর থেকে বেহাল। ওই রাস্তায়  রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র, আইসিডিএস সেন্টার ও প্রাথমিক বিদ্যালয়।এছাড়া রাস্তাটি দিয়ে ৬ – ৭ টি গ্রামের মানুষ যাতায়াত করেন।গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কয়েকবার আশ্বাস  দিলেও বাস্তবে কাজ হয়নি।প্রতিবার ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু পরে প্রতিশ্রুতি রক্ষা করেন না।তাই তারা ভোট বয়কটের ডাক দিয়েছেন।


অন্যদিকে এই বিষয়ে স্থানীয় সিপিএমের পঞ্চায়েত সদস্য সৌকত আলি বলেন, বাসিন্দাদের দাবি অযৌক্তিক নয়।বেহাল রাস্তার জন্য বাসিন্দারা সমস্যার মধ্যে আছেন।প্রশাসনিক সূত্রে শুনেছি রাস্তাটি পাকা করার জন্য ৬ মাস আগে টেন্ডার হয়েছে।তারপরও কাজ হয়নি কেন বুঝতে পারছিনা।

এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য রৌশন হাবিব বলেন, রাস্তাটি পাকা করার জন্য টেন্ডার হয়েছে।কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ায় কাজ করা যাচ্ছে না।ভোটের পরে অবশ্যই রাস্তাটি পাকা করা হবে।বিরোধীদের মদতে বাসিন্দারা ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন।বিষয়টি নিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলব।\

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *