শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসের পাশের রাস্তার বেহাল দশা।রাস্তা তৈরির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসের পাশের রাস্তাটি সমরনগর, দেবীডাঙা এবং মিলনমোড়ের দিকে যায়।গত ৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি।মাঝে স্থানীয় মানুষেরা বিক্ষোভ প্রদর্শন করলে রাস্তাটি সামান্য মেরামত করা হয়।ফের বেহাল হয়ে পড়ে রাস্তাটি।এই কারণে এদিন পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা।শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ড এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ না করলে পুজোর সময় রাস্তা বন্ধ করে দেওয়ার হুশিয়ারিও দেন তারা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় জংশন ট্রাফিক গার্ড এবং প্রধাননগর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকেরা।পুজোর আগেই রাস্তা মেরামত করার আশ্বাস দেওয়ায় বিক্ষোভ তুলে নেন তারা।