রাজগঞ্জ, ১০ আগস্টঃ উদ্বোধনের দেড় মাসের মধ্যেই রাস্তার বেহাল দশা।কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, রাজগঞ্জের পানিকৌরি থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত পাকা রাস্তার নির্মাণ করে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে তৈরি হয় রাস্তাটি। গত ২৬ জুন রাস্তার উদ্বোধন করা হয়। সেই রাস্তার একাধিক জায়গায় ভাঙ্গন ধরেছে।তৈরি হয়েছে মারণফাঁদ।যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
স্থানীয়রা বলেন, রাস্তার একাধিক জায়গায় ভাঙ্গন ধরেছে।বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়। যদিও দুর্ঘটনা এড়াতে রাজগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে ব্যারিকেট লাগানো হয়েছে।
এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, কিছুদিন লাগাতার বৃষ্টির ফলে কয়েক জায়গায় রাস্তা বসে গিয়েছে। বিষয়টি এসজেডিএ চেয়ারম্যানকে জানাবো এবং বর্ষার পরে রাস্তা মেরামত করে দেওয়া হবে।