পাকা রাস্তার দাবীতে বিক্ষোভ, পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি রাজগঞ্জের শালগুড়ি গ্রামের বাসিন্দাদের

রাজগঞ্জ, ১০ জুনঃ কাঁচা রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভ।শুক্রবার রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের শালগুড়ি গ্রামের বাসিন্দারা নো রোড-নো ভোট’ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন।রাস্তা পাকা না করা হলে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করার হুঁশিয়ারি দেন তারা।


জানা গিয়েছে, শালগুড়ি গ্রামের বাসিন্দারা যাতায়াতের জন্য সেচ নালার বাঁধের রাস্তার উপর নির্ভরশীল।কিন্তু রাস্তাটি কাঁচা থাকায় বিশেষ করে বর্ষাকালে জলকাদার জন্য বাসিন্দাদের চরম সমস্যায় পড়তে হয়।

বাসিন্দারা বলেন, রাস্তাটি পাকা করার দাবি দীর্ঘদিনের।বেহাল রাস্তার জন্য একদিকে সাধারণ মানুষকে যেমন সমস্যায় পড়তে হয়, পাশাপাশি অ্যাম্বুলেন্স ও দমকলের ইঞ্জিন গ্রামে ঢুকতে পারে না।কয়েক মাস আগে সেচ নালা সংস্কারের কাজ শুরু হয়।সেসময় করতোয়া তালমা ব্যারেজ ডিভিশনের আধিকারিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন সংস্কারের কাজ শেষ হলেই রাস্তাটি পাকা করা হবে।রাস্তার জন্য বাঁশঝাড় ও দামি গাছ কেটে ফেলা হয়।কিন্তু কয়েক মাস আগে সেচ নালার কাজ সম্পন্ন হলেও রাস্তার কাজ শুরু করা হয়নি।


অবিলম্বে রাস্তাটি পাকা না করা হলে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন স্থানীয়রা।

যদিও করতোয়া তালমা ব্যারেজ ডিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *