নকশালবাড়ি, ২৮ নভেম্বরঃ নকশালবাড়ির বুধকরণ জোত থেকে নকশালবাড়ি কলেজ পর্যন্ত রাস্তার কাজ নিম্নমানের করার অভিযোগ তুলে গ্রামবাসীদের নিয়ে বিক্ষোভ করে কাজ বন্ধ করে দিল বিজেপি নেতাকর্মীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার নকশালবাড়ির বুধকরণ জোতে রাস্তার কাজ শুরু করা হয়।এসজেডিএ এর উদ্যোগে ১ কোটি ৩২ হাজার টাকা ব্যয়ে শুরু হয়েছে এই রাস্তার কাজ।রাস্তার কাজ নিম্নমানের করা হচ্ছে বলে অভিযোগ তুলে এদিন বিক্ষোভ দেখান গ্রামবাসী ও বিজেপি নেতা কর্মীরা।
এদিকে বিজেপি নেতা সাধন চক্রবর্তীর অভিযোগ, নিম্নমানের কাজ হচ্ছে।রাস্তার কাজ শেষ না হতেই বোর্ডে সমাপ্তির তারিখ লেখা হয়েছে।কাটমানির অভিযোগ করেন তিনি।রাস্তার কাজ নিয়ে বিডিওকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি।
অপরদিকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, নিম্নমানের কাজের অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন।তবে গার্ডওয়াল খারাপ হয়েছে তা দেখা হবে।কাজ আটকালে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।