ফুলবাড়ি, ১৯ ডিসেম্বরঃ ফুলবাড়িতে পাকা রাস্তা তৈরির শিলান্যাস করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।
মঙ্গলবার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতর অন্তর্গত দোকানঘোরা থেকে লকডাউন মোড় হয়ে জিয়াগঞ্জ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার কাজের সূচনা করা হয়।প্রায় ৮৯ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে ।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরজাহান বেগম, জেলা পরিষদের সদস্য মনীষা রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।
এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা।রাস্তাটি ২০১৯ সালে বানানো হয়েছিল।বর্তমানে এই রাস্তাটি মেরামত ও চওড়া করা হবে। ফলে এই এলাকার মানুষের অনেক সুবিধা হবে।আজ সেই রাস্তার কাজের শিলান্যাস করা হল।