রাজগঞ্জ, ৮ জানুয়ারিঃ রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ক্যানেল মোড় থেকে হরিচরণভিটা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তা পাকা তৈরি করা হচ্ছে। রাস্তাটি তৈরি করছে জলপাইগুড়ি জেলা পরিষদ। বরাদ্দ হয়েছে প্রায় ৫৮ লক্ষ টাকা।
বুধবার রাস্তার কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। রাস্তাটি তৈরি হলে বানিয়াপাড়া, বীরবান ও হরিচরণ ভিটা গ্রামের মানুষের যাতায়াতের সুবিধা হবে।এদিকে অনেক দেরিতে হলেও পাকা রাস্তা হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের কো-মেন্টর অহিহদার রহমান, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, গ্রাম পঞ্চায়েত প্রধান শশী চন্দ্র বর্মন, উপপ্রধান তুষার কান্তি দত্ত প্রমুখ।