রাজগঞ্জ, ২৯ জুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল কয়লা বোঝাই লরি, আহত লরির চালক। শুক্রবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের জটিয়াকালি মোড় এলাকায়।
জানা গিয়েছে, রাজস্থান থেকে কয়লা বোঝাই লরি ভুটানের দিকে যাচ্ছিল।রাস্তা বেহাল থাকার জন্য জটিয়াকালি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় লরিটি।এই ঘটনায় লরির চালক আহত হন। তাকে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
গাড়ির চালক ও স্থানীয়রা বলেন, রাস্তা বেহাল থাকার জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় গাড়িটি।জটিয়াকালি থেকে ফুলবাড়ি পর্যন্ত ৪ কিলোমিটার জাতীয় সড়ক দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তাই এই রাস্তা দ্রুত সংস্কারের দাবি তোলেন তারা।