নকশালবাড়ির কিলারাম জোতে রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি

শিলিগুড়ি, ২৩ মার্চঃ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় ২.৬০ কোটি টাকা ব্যয়ে পেভার ব্লক রাস্তার শিলান্যাস করা হল নকশালবাড়ির কিলারাম জোতে।


রবিবার কিলারাম জোতের রাজীব মোড় থেকে কেটুগাবুর জোতের সন্তোষী মাতা মন্দির পর্যন্ত রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সজনী সুব্বা, মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ, এস‌এসবি অতিরিক্ত কমান্ডেন্ট সহ অন্যান্যরা।

২.৩ কিলোমিটার এই রাস্তা তৈরি হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা মিটবে।এদিন নাম না করে বিজেপির বিধায়ক ও সাংসদকে কটাক্ষ করে সভাধিপতি অরুণ ঘোষ জানান, ভোট নিয়েও এলাকার উন্নয়নে কোনো কাজ করছে না এরা।১০ বছর ধরে বেহাল অবস্থা ছিল এই রাস্তার।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *