রাজগঞ্জ, ১৯ নভেম্বরঃ ফুলবাড়িতে রাস্তার ফুটপাত দখল করে বসছে বাজার।পুলিশ ব্যারাকের সামনে এভাবে বাজার বসায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
ফুলবাড়িতে রয়েছে দশম ও দ্বাদশ সশস্ত্র পুলিশ ব্যারাকের সামনে চার লেনের পাকা রাস্তা।রঙিন পেভার ব্লক দিয়ে ফুটপাত ও ডিভাইডার তৈরি করা হয়েছে।প্রতিদিন সকালে ব্যারাকের সামনে ফুটপাত ও ডিভাইডারের ওপর বাজার বসছে।ফলে মানুষের যাতায়ের সমস্যা ছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুটপাতের পেভার ব্লক।এলাকার বাসিন্দারা চাইছেন বাজারটি অন্যত্র সরিয়ে দূরত্ববিধি মেনে বসানো হোক।
ব্যাটেলিয়ান মোড় ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধান সরকার বলেন, রাস্তার ফুটপাত ও ডিভাইডারে দোকান না করার জন্য বললেও কেউ কথা শুনছে না।বিষয়টি প্রশাসনের দেখা উচিত।
এদিকে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন, ওই বাজারের জন্য মানুষ ফুটপাত দিয়ে চলাচল করতে পারছেন না।প্রতিদিন সকালে ফুটপাত থাকছে ব্যবসায়ীদের দখলে।কয়েকবার অভিযান করেও লাভ হয় নি।খুব শীঘ্রই ফের অভিযান করা হবে।