শিলিগুড়ি,৬ এপ্রিলঃ নকশালবাড়ির নেহাল জোতে রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।বৃহস্পতিবার নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের নেহাল জোতে ৪০০ মিটার রাস্তার শিলান্যাস করেন সভাধিপতি।
জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের আর্থিক সহযোগিতায় এই রাস্তার শিলান্যাস করা হল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ সহ পঞ্চায়েত সদস্যরা।
সভাধিপতি জানান, গোটা মহকুমা জুড়ে উন্নয়নের কাজ হচ্ছে। মহকুমা জুড়ে পথশ্রী ও রাস্তাশ্রীর কাজের শিলান্যাস হয়েছে। পাশাপাশি নকশালবাড়ি সহ মহকুমার বড়ো-বড়ো রাস্তার কাজও আগামী দিনে হবে।
