শিলিগুড়ি,১২ অক্টোবরঃ বিধানসভা ভোটের আগে নিজের বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার কাজ খতিয়ে দেখতে গিয়ে কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ মন্ত্রী গৌতম দেবের।
এদিন সকালে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের আধিকারিকদের নিয়ে নিজের বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার কাজ খতিয়ে দেখতে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব।সেখানে নির্মীয়মান রাস্তার কাজ দেখে ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী।রীতিমতো ঠিকাদার সংস্থার লোককে মন্ত্রী বলেন, ‘যেই কাজ লকডাউন এর আগে শেষ করার কথা ছিল সেই কাজ লকডাউন উঠে যাওয়ার পরেও শেষ করতে পারেননি কেন?আপনাদের তৈরী করা রাস্তা থেকে পাথর উঠে যাচ্ছে।এলাকার লোকেরা দিনের পর দিন অভিযোগ জানাচ্ছে।আপনারা কন্টাক্ট সাব কন্টাক্টে কাজ চালাচ্ছেন।কে কাকে দিয়ে কাজ করাচ্ছেন তা জানার প্রয়োজন নেই আমার।কিন্তু কাজের মান ঠিক রাখতে হবে’।
এরপরই দ্রুত মন্ত্রী শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের আধিকারিকদের নির্দেশ দেন প্রয়োজনে ঠিকাদার সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হোক।দরকারে অন্য লোককে দিয়ে কাজ করানো হবে।অভিযুক্ত ঠিকাদার সংস্থাকে কোনরকম টাকা পয়সাও দেওয়া হবে না।যদিও পরে ঠিকাদার সংস্থা কালীপুজোর আগে সমস্ত রাস্তার কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলে মন্ত্রী কিছুটা শান্ত হন।