শিলিগুড়ি,১৪ জানুয়ারিঃ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তন নিয়ে শিলিগুড়ি পুরনিগমের সামনে বিক্ষোভ দেখাল বাংলা পক্ষ সংগঠন। মূলত তাদের দাবি শিলিগুড়িতে বাংলা ও বাঙালির অধিকার বজায় থাকুক। তাই হিন্দি শব্দ ‘চক’ পরিবর্তন করে ‘মোড়’ বা ‘সরণি’ ব্যাবহার করা হোক।
এছাড়াও শহরের রাস্তায় বিভিন্ন দোকানের সামনে যেসকল সাইনবোর্ড বা ব্যানার রয়েছে সেখানেও বাংলা ভাষা ব্যাবহার করা হোক। এদিন সংগঠনের তরফ থেকে তাদের সকল দাবিসহ ডেপুটি মেয়রকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।
বাংলা পক্ষের তরফে তুহিন ভৌমিক জানান যে ডেপুটি মেয়র জানিয়েছেন যে তাদের দাবি গুরুত্ব সহকারে দেখা হবে। যদি তাদের দাবি না মানা হয় তবে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।