শিলিগুড়ি,৮ এপ্রিলঃ রাস্তা তৈরিতে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী।এই অভিযোগ তুলে রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।এদিকে স্থানীয়দের ক্ষোভে পড়ে ঠিকাদার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ফাঁসিদেওয়ার চৌপুখরিয়া এলাকায় শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে তৈরি হচ্ছে রাস্তা।স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। তিন মিটার রাস্তা না করে রাস্তা ছোট করে বানানো হচ্ছে।
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, রাস্তার কাজ ঠিকঠাক না হওয়ায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। রাস্তা ঠিক হোক আমরা চাই।
অন্যদিকে এই প্রসঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান,এই ধরনের অভিযোগ হলে ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তার কাজ সঠিক ভাবে করতে হবে ।
