ফুলবাড়ি, ৫ এপ্রিলঃ রাস্তা দিয়ে বইছে ড্রেনের জল, যাতায়াত থেকে শুরু করে দুর্গন্ধে অতিষ্ট গ্রামের বাসিন্দারা।এমনইটাই ছবি দেখা গেলো ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাইকেল মধুসূদন কলোনি এলাকায়।
এদিন স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকেই ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মাইকেল মধুসূদন কলোনিতে প্লাস্টিক সহ আবর্জনা দিয়ে নিকাশি নালাগুলির মুখ বন্ধ রয়েছে। জল বেরোনোর কোন রাস্তা নেই।সেই ড্রেনের সমস্ত নোংরা জল রাস্তার উপরে উঠে এসেছে।এলাকার মানুষেরা ঠিকভাবে চলাফেরা করতে পারছেন না।সকালবেলা জলের পরিমাণ কম থাকলেও বেলা গড়াতে থাকলে জল বেড়ে ড্রেনের নোংরা জল বাড়িতে ঢুকে যায়।এছাড়া এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা।
এলাকার বাচ্চা থেকে বড়রা অসুস্থ হয়ে পড়ছেন।বিষয়টি নিয়ে পঞ্চায়েত, প্রধানকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন তারা।
এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা রায় চক্রবর্তী জানন, আমার কাছে অভিযোগ এসেছে। বিষয়টি গ্রাম পঞ্চায়েতের দেখা উচিত ছিল।তাড়াতাড়ি যাতে এই সমস্যা দূর হয় তার চেষ্টা করবো।